শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১২ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

পরিবহন ধর্মঘট: সারাদেশ থেকে বিচ্ছিন্ন বরিশাল, ভোগান্তি চরমে

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত: ০৫:০৮, ৫ নভেম্বর ২০২২

পরিবহন ধর্মঘট: সারাদেশ থেকে বিচ্ছিন্ন বরিশাল, ভোগান্তি চরমে

মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে বরিশালে টানা দুই দিনের পরিবহন ধর্মঘটের কবলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এর মধ্যে পূর্ব ঘোষণা ছাড়া লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ভোগান্তির মাত্রা কয়েকগুণ বেড়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) সকাল থেকে এ জেলায় লঞ্চ, বাস, মাইক্রোবাসসহ তিন চাকার যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে অভ্যন্তরীণ সব রুটের লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সকাল থেকে যাত্রীরা নদী বন্দর থেকে ফিরে গেছেন।

অপরদিকে এ নিয়ে লঞ্চ মালিক-শ্রমিক সমিতির কোনো বক্তব্য পাওয়া জানা যায়নি। তবে একটি লঞ্চে হামলার কারণে এর প্রতিবাদে বৃহস্পতিবার থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে সংবাদ মাধ্যমকে এমন তথ্য দিয়েছেন, অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশালের নৌ নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন।

একইভাবে বন্ধ রয়েছে বরিশাল-ভোলা, সদর উপজেলার তালতলী বাজার-পাতারহাট রুটের স্পিডবোট। নগরীর কীর্তনখোলা নদীর বেলতলা, চরকাউয়া ও চাঁদমারী ঘাট থেকে খেয়া পারাপারও বন্ধ।

সরেজমিনে দেখা যায়, বিএনপির বিভাগীয় সমাবেশের আগের দিন জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ ও রুপাতলী থেকে কোনো রুটে বাস চলাচল করছে না। এছাড়া সড়ক-মহাসড়কে টেম্পু, সিএনজিচালিত অটোরিকশা, ভাড়ায় চালিত মাইক্রোবাসও নেই।

সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে দুই একটি রিকশা ও মোটরসাইকেল ছাড়া অন্য কোন যানবাহন চলতে দেখা যায়নি। বন্ধ রয়েছে খেয়া পারাপারও। মোড়ে মোড়ে পুলিশ পাহারায় রয়েছে।

বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরিদ হোসেন বলেন, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী মহাসড়কে অবৈধ কোন যানবাহন চলতে পারবে না। কিন্তু ওই নির্দেশ অমান্য করে অবৈধ যান চলছেই। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল দপ্তরে আবেদন করেও কোন সাড়া মেলেনি। তাই নথুল্লাহবাদ থেকে বাস ও মাইক্রোবাস বন্ধ রয়েছে।

পটুয়াখালীর এক বাসিন্দা তার ভোগান্তির কথা জানিয়ে বলেন, জরুরি প্রয়োজনে বাস টার্মিনালে এসে বাস না পেয়ে ফিরে যাচ্ছি।

এদিকে বিএনপির বিভাগীয় সমাবেশেকে কেন্দ্রে করে ‘বিপুল সংখ্যক’ নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে। তাদের মধ্যে বেশির ভাগই বৃহস্পতিবার রাত থেকে অবস্থান করছেন। দুপুরে নেতাকর্মীদের খাবারের জন্য রান্নার আয়োজন চলছে। মাঠের চারপাশে বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা নেতাকর্মীরা মিছিল করছেন।

উল্লেখ্য, মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী ৪-৫ নভেম্বর জেলায় ধর্মঘট চলছে।