বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১২ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

সিলেটে গুলিবিদ্ধ হয়ে বিজিবি সদস্যের মৃত্যু

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০৩:৪২, ১৫ আগস্ট ২০২২

আপডেট: ০৩:৪২, ১৫ আগস্ট ২০২২

সিলেটে গুলিবিদ্ধ হয়ে বিজিবি সদস্যের মৃত্যু

সিলেটের জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির এক সদস্য অনুশীলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, রবিবার (১৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া বিজিবি সদস্যের নাম নিশান ভৌমিক (২৯)। তিনি নোয়াখালী জেলার সদর উপজেলার দৌলতপুর গ্রামের মৃত প্রিয়লাল ভৌমিকের ছেলে।

জকিগঞ্জ থানার ওসি জানান, নিশান ভৌমিক ১০ বছরেরও বেশি সময় ধরে বিজিবিতে কর্মরত ছিলেন। তিনি সিপাহি সিগন্যাল ম্যান হিসেবে কাজ করছিলেন। অনুশীলনের সময় দুর্ঘটনাজনিত ফায়ারে গুলিবিদ্ধ হন তিনি। দ্রুত সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।