শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৫ ১৪৩১

XFilesBd

শিরোনাম

প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

সীমান্তে ৭৬ লাখ টাকার কচ্ছপের হাড় জব্দ

চাঁপাইনবাবগঞ্জ  প্রতিনিধি

প্রকাশিত: ০৬:২৪, ১৪ নভেম্বর ২০২২

আপডেট: ০৬:৫০, ১৪ নভেম্বর ২০২২

সীমান্তে ৭৬ লাখ টাকার কচ্ছপের হাড় জব্দ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের ফুটানি বাজারে অভিযান চালিয়ে ৫১ কেজি কচ্ছপের হাড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য ৭৬ লাখ টাকা। তবে গতকাল শনিবার রাতের এ অভিযানে কাউকে আটক করা যায়নি।

আজ রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মো. আমীর হোসেন মোল্লা এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বস্তাসহ দুই ব্যক্তিকে শনাক্ত করে বিজিবির একটি টহল দল। পরে তাদের ধাওয়া করলে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তাগুলো তল্লাশি করে ৫১ কেজি কচ্ছপের হাড় পাওয়া যায়। জব্দকৃত হাড়গুলোর আনুমানিক মূল্য ৭৬ লাখ টাকার বেশি।

আমীর হোসেন মোল্লা আরো জানান, ভারতীয় চোরাকারবারিরা যাতে সীমান্ত অতিক্রম করে দেশে ঢুকতে না পারে সে লক্ষ্যে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করার পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।