বুধবার,

২৪ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১০ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪ বিষয়ের এসএসসি পরীক্ষা স্থগিত

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৭, ২১ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ০০:৫৯, ২২ সেপ্টেম্বর ২০২২

দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪ বিষয়ের এসএসসি পরীক্ষা স্থগিত

দিনাজপুর শিক্ষা বোর্ডে চারটি বিষয়ের এসএসসি পরীক্ষা পূর্বনির্ধারিত দিনে অনুষ্ঠিত হচ্ছেন না। আজ বুধবার সকালে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের তথ্য জানানো হয়। তবে সুর্নিদিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের এসএসসি পরীক্ষার পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ২০২২ সালের চলমান এসএসসি পরীক্ষার গণিত (১০৯), পদার্থবিজ্ঞান (১৩৬), কৃষিবিজ্ঞান (১৩৪) এবং রসায়ন (১৩৭) বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

আরো বলা হয়, স্থগিত বিষয়ের পরীক্ষার তারিখ যথাসময়ে জানানো হবে। এ ছাড়া অন্য সব বিষয়ের পরীক্ষা রুটিনে উল্লিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।