বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১১ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

ইমরান খান গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৬:৩৫, ৪ নভেম্বর ২০২২

ইমরান খান গুলিবিদ্ধ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন।

আজ বৃহস্পতিবার ওয়াজিরাবাদে আজাদি মার্চ’র মিছিল চলাকালে তাকে লক্ষ্য করে গুলি করা হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

পিটিআই’র বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন বলছে, গুলি ইমরান খানের পায়ে লেগেছে। তবে তিনি অক্ষত রয়েছেন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

হামলার সময় ইমরান খানের পাশে ছিলেন তার দলের নেতা ইমরান ইসমাইল। তিনি বলেন, ‘একে-৪৭ রাইফেল নিয়ে এ হামলা চালানো হয়েছে। ওই ঘটনার একটি ভিডিও ফুটেজে বন্দুক হাতে এক যুবককে দেখা গেছে।’

ঘটনার পরপরই দেশটির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে পিটিআই মুখপাত্র ফাওয়াদ চৌধুরী বলেন, ‘ওয়াজিরাবাদে লংমার্চ চলাকালীন ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। হামলায় সিনেটর ফয়সাল জাভেদ ও আহমেদ চট্টাসহ তিনজন আহত হয়েছেন।’

পাকিস্তানের জিও টিভি পরে এ গুলির ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার হওয়ার কথা জানিয়েছে।

এ হামলার ঘটনার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আইজিপি এবং পাঞ্জাবের চিফ সেক্রেটারির কাছ থেকে এই ঘটনার বিষয়ে অবিলম্বে রিপোর্ট চাওয়ার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহকে নির্দেশও দিয়েছে।