বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১১ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

পাকিস্তানে ‘সন্ত্রাসী হামলা’, ৬ পুলিশ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৫:৫৭, ১৭ নভেম্বর ২০২২

পাকিস্তানে ‘সন্ত্রাসী হামলা’, ৬ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের লাক্কি মারওয়াত জেলায়  ‘সন্ত্রাসী হামলায়’ ছয় পুলিশ সদস্য নিহত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে বলে রাষ্ট্রায়ত্ত রেডিও পাকিস্তানের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।

এ হামলার ঘটনায় নিহতদের মধ্যে পুলিশের একজন উপপরিদর্শক ও টহল গাড়িটির চালকও রয়েছেন। রেডিও পাকিস্তান এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছে।

ঘটনার বিষয়ে প্রাদেশিক পুলিশ প্রধানের কাছে প্রতিবেদন চেয়ে পাঠিয়েছেন খাইবার পাখতুনখওয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খান। এক বিবৃতিতে এ ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ হামলার তীব্র নিন্দা করে  ‘সন্ত্রাসীরা পাকিস্তানের শত্রু’ বলে মন্তব্য করেছেন। পাকিস্তানকে নিরাপদ করতে ‘সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ’ নেওয়া হবে বলে প্রত্যয় জানিয়েছেন।

ডন জানিয়েছে, খাইবার পাখতুনখওয়ায় ফের সহিংসতা বাড়তে শুরু করেছে, এর মধ্যেই বুধবারের এ হামলার ঘটনা ঘটল। প্রদেশটিতে শান্তি পুনঃপ্রতিষ্ঠার দাবিতে স্থানীয় বাসিন্দারা একের পর এক বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।