শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৬ ১৪৩১

XFilesBd

শিরোনাম

বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৫:৪৫, ১৯ নভেম্বর ২০২২

পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০

পাকিস্তানের সিন্ধু প্রদেশে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১১ জনই শিশু বলে জানা গেছে।  এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৪ জন। দেশটির পুলিশের বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে। খবর এনডিটিভি।

বৃহস্পতিবার রাতে একটি বাস ঝুঁকিপূর্ণ রাস্তায় ঢুকে পড়ে। চালক বিকল্প রাস্তা ব্যবহারের নির্দশনাটি খেয়াল না করেই ওই ভাঙা রাস্তায় গিয়েছেন বলে জানায় পুলিশ। পরে সেটি ২৫ ফুট গভীর একটি খাদে পড়ে যায়। এ সময় এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

গত গ্রীষ্মের বৃষ্টিপাতে ওই রাস্তাটি ভেঙে গিয়েছিল বলে জানিয়েছে সংবাদমাধ্যম। এ বছর রেকর্ড পরিমাণ মৌসুমি বৃষ্টিপাতে পাকিস্তানের এক তৃতীয়াংশ পানিতে তলিয়ে যায়। এর ফলে প্রায় গৃহহীন হয়ে পড়ে ৮০ লাখ। বিভিন্ন গবেষণায় বলা হয়, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এ বছর পাকিস্তানে ব্যাপক বন্যা হয়েছে।