বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১১ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

খুলনায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২২:১২, ১৯ সেপ্টেম্বর ২০২২

খুলনায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর হরিণটানা থানার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের হোগলাডাঙ্গা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নগরীর রাজবাঁধ এলাকার মোস্তফা সানার ছেলে বেল্লাল হোসেন সানা ও বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার কাটাবুনিয়া গ্রামের মো. কাউসারের ছেলে হাফেজ মো. শরীফ।

বেল্লাল হোসেন স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ও মো. শরীফ একটি মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে।

এলাকাবাসী জানান, সকাল সাড়ে ৬টার দিকে বেল্লাল হোসেন সানা ও হাফেজ মো. শরীফ মোটরসাইকেলে রাজবাঁধ থেকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের হোগলাডাঙ্গা মোড়ে উঠছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে তারা গুরুতর আহত হন। বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয়রা তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমদাদুল হক বলেন, ‘নিহত দুজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তাদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’