মঙ্গলবার,

২৩ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১০ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে মিথ্যা মামলায় ক্র্যাবের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ০২:২৫, ১৮ আগস্ট ২০২২

সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে মিথ্যা মামলায় ক্র্যাবের ক্ষোভ

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম জুয়েলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় তীব্র প্রতিবাদ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা। ভিক্টর ট্রেডিং করপোরেশনের সত্বাধিকারী কাওছার ভুইয়ার ভাই নাজমুল হাসান ভূইয়ার দায়ের করা এই মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতৃবৃন্দ। 

আজ বুধবার এক বিবৃতিতে ক্র্যাব নেতৃবৃন্দ দ্রুততম সময়ের মধ্যে মামলা প্রত্যাহারের এ দাবি জানান। 

প্রসঙ্গত, গত ২ আগস্ট দুপুরে রাজধানীর তালতলা এলাকায় ভিক্টর ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারী, স্বাস্থ্যখাতের ঠিকাদার কাওছার ভূইয়ার অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহের সময় ক্র্যাব সদস্য সাইফুল ইসলাম জুয়েল ও ক্যামেরাপারসন আজাদ আহমেদ সন্ত্রাসী হামলার শিকার হন। এ ঘটনায় শেরেবাংলা নগর থানা কাওছার ভূইয়া ও তার সহযোগী সাত হামলাকারীকে গ্রেপ্তার করে। ঘটনার ১৫ দিন পর ঠিকাদার কাওছারের ভাই নাজমুল জুয়েল ও আজাদের বিরুদ্ধে মিথ্যা-ভিত্তিহীন দায়ের করলো।