বুধবার,

২৪ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১০ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

করোনা মুক্ত হলো পবিত্র নগরী মদিনা

প্রকাশিত: ১০:১০, ১০ ফেব্রুয়ারি ২০২১

করোনা মুক্ত হলো পবিত্র নগরী মদিনা

ছবি: সংগৃহিত

মুসলিম সম্প্রদায়ের পবিত্র নগরী মদিনা মুনাওয়ারাকে করোনাভাইরাস মুক্ত বলে ঘোষণা করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার (২৭ জানুয়ারি) এ ঘোষণা দেওয়া হয়। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, করোনামুক্ত ঘোষণা করার আগে গত বুধবার মদিনা মুনাওয়ারার আল-আইস শহরে ১৩ জন কোভিড-১৯ রোগী ছিলেন। তারা সবাই এখন সুস্থ। নবী হযরত মুহাম্মদ (স.) এর স্মৃতিবিজড়িত এই শহরে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। 

এদিকে, করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সৌদি সরকার এবারের হজ সীমিত পরিসরে করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বছর সৌদি আরবের বাইরে থেকে কেউ হজে অংশগ্রহণ করতে পারবে না। স্থানীয় সৌদি ও সৌদিতে বসবাসরত বাইরের দেশের লোকজনই শর্তসাপেক্ষে এবার হজে অংশগ্রহণ করত পারবেন।