বুধবার,

২৪ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১০ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

শ্রীলংকা সফরে বাংলাদেশের ২১ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪১, ১০ এপ্রিল ২০২১

শ্রীলংকা সফরে বাংলাদেশের ২১ সদস্যের দল ঘোষণা

ছবি: সংগৃহিত

যে কারণে বৃহস্পতিবার পর্যন্ত দল ঘোষণা না করে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন— প্রাথমিক দল পাঠানো হবে শ্রীলংকায়। সেখানে প্রস্তুতি ম্যাচ খেলার পর ঘোষণা করা হবে চূড়ান্ত দল।

একদিন পরই আজ জানা গেছে, শ্রীলংকা সফরের জন্য ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

শুক্রবার দুপুর ১টার পর ঘোষিত এই দলে জায়গা পেয়েছেন তিন অনভিষিক্ত পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম ও শহীদুল ইসলাম।

এ ছাড়া দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন অফস্পিনিং অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী।

দুই টেস্ট খেলতে আগামী ১২ এপ্রিল শ্রীলংকার উদ্দেশে রওনা দেবে ২১ সদস্যের এই দল। লংকায় কোয়ারেন্টিন পর্ব শেষে করোনা টেস্টের ফলের পর নিজেদের মধ্যকার একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা।  এর পরই ঘোষণা করা হবে দুই টেস্টের মূল স্কোয়াড।

শ্রীলংকায় দুই ম্যাচের টেস্ট সিরিজ দুটিই হবে ক্যান্ডির পাল্লেকেল্লেত। প্রথমটি ২১ এপ্রিল ও দ্বিতীয়টি ২৯ এপ্রিল শুরু হবে। সেখানে বাংলাদেশ দলকে কোয়ারেন্টিনে থাকতে হবে তিন দিন। ২০১৭ সালের পর এটাই দ্বীপদেশে বাংলাদেশ দলের প্রথম সফর।

শ্রীলংকা সফরের প্রাথমিক স্কোয়াড

মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহীদুল ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।