
‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে আন্তঃজেলা বয়স ভিত্তিক বালিকা সাঁতার প্রতিযোগিতা শুরু আজ হয়েছে।
প্রধান হিসেবে উপস্থিত থেকে রাজধানীর ধানমন্ডি রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনেরে (বিএসএফ) সহ-সভাপতি।
এবারের প্রতিযোগিতার নয়টি ইভেন্টে সারা দেশের ২১ জেলা থেকে মোট ১০৭ জন সাঁতারু অংশগ্রহণ করছেন।
নয়টি ইভেন্ট হলো- ৫০ মিটার ফ্রি স্টাইল, ৫০ মিটার ব্যাক স্ট্রোক, ১০০ মিটার ব্যাক স্ট্রোক, ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক, ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক, ৫০ মিটার বাটার ফ্লাই, ১০০ মিটার ফ্রি স্টাইল এবং ২০০ মিটার ব্যক্তিগত মিডলে।
আগামীকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) জনাম মো. আমিনুল ইসলাম।