ঢাকা পদাতিক এর ৪৪তম বর্ষপূর্তি
বাংলাদেশে নব নাট্যান্দোলনের অন্যতম সহযোগী ঢাকা পদাতিক-এর নাট্যচর্চার ৪৪তম বর্ষপূর্তি নিঃসন্দেহে গৌরবের। সৃজনের এ সময়টিকে আলোকময় করার প্রত্যয়ে ঢাকা পদাতিক আয়োজন করছে দিনব্যাপী নাট্য প্রদর্শনী, আলোচনা এবং ঢাকা পদাতিক প্রবর্তিত আবুল কাসেম দুলাল ও গাজী জাকির হোসেন পদক প্রদান অনুষ্ঠান।
রোববার, ১০ মার্চ ২০২৪, ০৫:১০