শুক্রবার,

১৩ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ২৮ ১৪৩১

XFilesBd

শিরোনাম

উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

বিটিভির সামনে ‘সাংস্কৃতিক গণজমায়েত’

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ২৩:৫৪, ১৪ আগস্ট ২০২৪

বিটিভির সামনে ‘সাংস্কৃতিক গণজমায়েত’

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভি’র (বাংলাদেশ টেলিভিশন) সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে দাঁড়িয়েছেন শিল্পী ও কলাকুশলীরা। যাদের বেশিরভাগই প্রায় ১৬ বছর ধরে এই প্রচারযন্ত্রের বাইরে ছিলেন বলে দাবি করেছেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে ‘সাংস্কৃতিক গণজমায়েত’-এর ব্যানারে শিল্পী, গীতিকার ও কলাকুশলীরা বিটিভি ভবনের সামনে এই কর্মসূচিতে অংশ নেন। 

এই প্রতিবাদ কর্মসূচিতে শরিক হওয়া নন্দিত সংগীত পরিচালক শেখ সাদি খান বলেন, ‘আমরা চাই বিটিভি, বেতার, শিল্পকলা একাডেমিসহ সাংস্কৃতিক যে প্রতিষ্ঠান আছে, সেখান থেকে বৈষম্য দূর হোক। যাদের প্রতিভা রয়েছে, তাদের মূল্যায়ন করা হোক। দীর্ঘ বছর ধরে বিটিভিতে দুর্নীতি চলছে, এই নিয়ে অনেক অভিযোগও রয়েছে। কিন্তু ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এতে শিল্পীদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, শিল্পীদের মন ভেঙে পড়ছে।’

এ সময় অনেকেই দুর্নীতিতে যুক্ত বিটিভির মহাব্যবস্থাপকসহ (ডিজি) অন্য কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেন।

এদিন বেলা ১১টার পর বিটিভির সামনে কর্মসূচি শেষে তারা শিল্পকলার উদ্দেশে যাত্রা করেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ফোয়াদ নাসের বাবু, পার্থ মজুমদার, শেখ জসিম, পলাশ, শিউলী সিকদার প্রমুখ।