তিস্তাপারের মানুষের জীবন, নদীকেন্দ্রিক সংস্কৃতি এবং বাংলাদেশের ছোটকাগজ চর্চার ইতিহাস ও উত্তরাঞ্চলের অবদানকে সামনে রেখে রংপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী “তিস্তাপাড়ে কবিতা ও লিটলম্যাগ আড্ডা”। শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে শোভাযাত্রা, ফিতা কেটে উদ্বোধন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়।


সকাল ১০টায় আলোচনা পর্বে “বাংলাদেশে ছোটকাগজ চর্চা ও উত্তরাঞ্চলের অবদান” শীর্ষক আলোচনায় উদ্বোধক হিসেবে বক্তব্য দেন কবি ও প্রাবন্ধিক এবং অতিরিক্ত ডিআইজি, কমান্ড্যান্ট, আরআরএফ রংপুরের জনাব আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. মাসুদুল হক—কবি, কথাসাহিত্যিক, অনুবাদক ও এনসিটিবির সদস্য। আলোচনায় অংশ নেন কবি ও প্রাবন্ধিক সৈকত হাবিব। স্বাগত বক্তব্য দেন কবি ও আহ্বায়ক কাইয়ুম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি, সম্পাদক ও প্রকাশক এবং ফিরেদেখার সাধারণ সম্পাদক সাকিল মাসুদ। অনুষ্ঠানে ছোটকাগজ কাঁচাকঞ্চি এব ভাঙলো দাদুর ঠ্যাঙ দুটি গ্রন্থ মোড়ক উন্মোচন করেন অতিথিরা। সঞ্চালনায় ছিলেন লাবনী ইয়াসমিন লুনি।


সকাল ১১টায় শুরু হয় কবিকণ্ঠে কবিতা পাঠের প্রথম পর্ব। এতে কবিতা পাঠ করেন
ইব্রাহীম আজাদ, রাজ্জাক দুলাল, আহমেদ মওদুদ, মাসুম মোরশেদ, ফরহাদুজ্জামান ফারুক, মোস্তাক আহমেদ, হাসান রোকন, আল আমিন ইসলাম, নীল রতন সরকার, বায়জিদ বোস্তামি, সেবু মোস্তাফিজ, জিয়াউল আলম ফারুকী, সাকিবুল সাকিল, আজমাইন ফালাক, ইরশাদ জামি, হাবিবুল্লাহ বিশ্বাস, আব্দুল লতিফ মৃধা, নিশিকান্ত রায়, শাহীন স্বপন, নাহিদা ইয়াসমিন, নাজমুল হক বাদল, জেসমিন নাহার, আজিজুর রহমান, আলমগীর হোসেন, নাজিরা জাহান, সাদিকুল, ফাত্তান, আব্দুল লতিফ প্রামানিক, তনু আক্তার, শফিকুল ইসলাম আবির,ইসমত আরা, খন্দকার মোহাম্মদ আলী সম্রাট, এমাদউদ্দীন আহমেদ, সাফা সুলতানা, রোকসানা সিদ্দীক, শরৎ আহমেদ রম্য, জিনাত হোসেন সুমি, ইউনুছ আলী আনন্দ, আব্দুল মান্নান আকন্দ, আজিজুল হাকীম মন্ডল, আবু আনাস, হাফিজ রেদওয়ান, শরীফ উর রহমান সহ দেশের বিভিন্ন জেলার শতাধিক কবি কবিতা পাঠ করেন। এ পর্বে সভাপতিত্ব আহমেদ মওদুদ এবং সঞ্চালনায় ছিলেন কবি রেজা হক।


দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় “তিস্তাপারের মানুষ ও জীবন” শীর্ষক আলোচনা। প্রধান আলোচক ছিলেন কবি, কথাসাহিত্যিক ও গবেষক রানা মাসুদ। আলোচনায় অংশ নেন গবেষক ও সাংবাদিক ড. অখিল পোদ্দার এবং ফিরেদেখার সাহিত্য সম্পাদক ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক বাবুল সরকার। সভাপতিত্ব করেন কবি ও তাপস মাহমুদ, সভাপতি , ফিরেদেখা, সঞ্চালনায় ছিলেন লাবনী ইয়াসমিন লুনি। দুপুর ১২টা ৫০ মিনিটে মধ্যাহ্ন বিরতি দেওয়া হয়।


বিকেল ২টা ৩০ মিনিটে শুরু হয় দ্বিতীয় কবিকণ্ঠে কবিতা পর্ব। এ পর্বে গান পরিবেশন করেন নীল রতন সরকার, খম আলী সম্রাট। কবিতা পাঠ করেন ইরশাদ জামিল, রাজ্জাক দুলাল, জিয়াউল আলম ফারুকীসহ শতাধিক কবি। পর্বটিতে সভাপতিত্ব করেন কবি ও লেখক এমাদউদ্দিনআহমেদ। সঞ্চালনায় ছিলেন আল আমিন ইসলাম ও সুমি।

বিকেল ৩টা ৩০ মিনিটে সমাপনী অধিবেশনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম, কবি সৈকত হাবিব, ড. অখিল পোদ্দার, সভাপতিত্ব করেন ফিরেদেখার সাবেক সভাপতি এমাদউদ্দিন আহমেদ। সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, তিস্তাপার শুধু একটি নদীতীর নয়— এটি উত্তরাঞ্চলের মানুষের জীবন, সংগ্রাম ও সৃজনশীলতার প্রতীক। ছোটকাগজ আন্দোলন ও কবিতা চর্চার মাধ্যমে এই অঞ্চল দীর্ঘদিন ধরেই জাতীয় সাহিত্যভাণ্ডারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

তিস্তার মানুষের জীবন সংগ্রামকে সাহিত্যে আরও প্রাসঙ্গিক গড়ে তোলার লক্ষ্যেই আজকের এই আয়োজন
