মঙ্গলবার,

২১ অক্টোবর ২০২৫

|

কার্তিক ৫ ১৪৩২

XFilesBd

দিনে রাতে ছুটছেন তিন থানার প্রত্যন্ত এলাকায়

পাংশা বালিয়াকান্দি কালুখালীর চেহারা পাল্টে দিতে চান গণঅধিকার পরিষদ নেতা ইঞ্জিনিয়ার শেখ জাহিদ

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ০৩:০৮, ২১ অক্টোবর ২০২৫

পাংশা বালিয়াকান্দি কালুখালীর চেহারা পাল্টে দিতে চান গণঅধিকার পরিষদ নেতা ইঞ্জিনিয়ার শেখ জাহিদ

আয়তনে ছোট হলেও সাম্প্রতিক গুরুত্ব বেড়েছে রাজবাড়ী জেলার তিন উপজেলা পাংশা কালুখালী ও বালিয়াকান্দির। অবকাঠামোসহ এই তিন থানার সার্বিক চেহারা পাল্টে দিতে বদ্ধপরিকর গণপরিষদ নেতা ইঞ্জিনিয়ার শেখ জাহিদ। ইতোমধ্যে তুমুল গণসংযোগ করে এলাকায় নির্বাচনী জোয়ার এনেছেন তরুণ এই নেতা।

রাজবাড়ীর পাংশা বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় বাংলাদেশ গণঅধিকার পরিষদের উদ্যোগে লিফলেট বিতরণ গণসংযোগ কর্মসূচি চলমান রয়েছে।  সকাল বিকাল আর রাতে এসব উপজেলার হাট বাজার রেলগেট কাঙ্ক্ষিত এলাকায় নানান কর্মসূচি পরিচালনা করছেন শেখ জাদের কর্মীরা।

রাজবাড়ী- আসনে (পাংশাবালিয়াকান্দিকালুখালী) গণঅধিকার পরিষদের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী জাহিদ শেখের উদ্যোগে এসব অনুষ্ঠান চলমান রয়েছে। কর্মসূচিতে স্থানীয় জনগণের মাঝে গণঅধিকার পরিষদের কর্মসূচি, লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরা হয়।

ধারাবাহিক এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেনগণঅধিকার পরিষদের জেলা আহ্বায়ক শরিফুল ইসলাম, যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, পাংশা উপজেলা আহ্বায়ক মাসুম খান, সদস্য সচিব মনিরুল ইসলাম, কালুখালী উপজেলা আহ্বায়ক জি স্যার রাকিবুল ইসলাম, সদস্য সচিব মনিরুজ্জামান, ছাত্র অধিকার পরিষদের পাংশা উপজেলা সভাপতি মোঃ ওবায়দুর রহমান সাগর, বালিয়াকান্দি উপজেলার সাবেক সহসভাপতি ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ শাহিন খান, এবং কালুখালী উপজেলার সাংগঠনিক সম্পাদক নূরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গণধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার জাহিদ শেখ বলেনগণধিকার পরিষদ সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা মাঠে আছি। গণসংযোগের মাধ্যমে আমরা জনগণের কাছে পৌঁছাতে চাই, যেন তারা জানেনগণধিকার পরিষদই হলো জনগণের কণ্ঠস্বর।

 

তিনি আরও বলেনআগামী দিনে দেশ জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণমানুষের এই আন্দোলনকে সফল করতে তৃণমূলের কর্মীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সর্বোপরি রাজবাড়ীর তিন উপজেলার চেহারা আমুল পাল্টে দিতেই তিনি রাত দিন ছুটে যাচ্ছেন বিভিন্ন কর্মসূচির শেষে উপস্থিত নেতাকর্মীরা জনসাধারণের মাঝে দলীয় লিফলেট বিতরণ করেন এবং জনগণের সাথে সৌহার্দ্যপূর্ণ আলাপের মাধ্যমে দলের ভাবনা লক্ষ্য তুলে ধরেন।