খোকা না হলে বাংলাদেশ হতো না’ বই প্রসঙ্গ
প্রতিদিন বিকেল হলেই খোকাদের পুরোনো বাড়ির সামনে আঠারো-বিশজন তরুণ ভিড় করে। তারা বৃদ্ধ রহমান মাস্টারের কাছে গল্প শোনে- কি করে খোকা শেখ মুজিব হলো, ছাত্রলীগ হলো, আওয়ামী লীগ হলো, ভাষা আন্দোলন হলো, যুক্তফ্রন্ট হলো, ন্যাপ হলো, শিক্ষা আন্দোলন হলো, ৬ দফা হলো, ছাত্র-গণআন্দোলন হলো, বঙ্গবন্ধু হলো, সত্তরের নির্বাচন হলো, ৭ই মার্চ হলো, মুক্তিযুদ্ধ হলো ও বাংলাদেশ হলো ইত্যাদি।
শনিবার, ২৬ আগস্ট ২০২৩, ০১:৫৪