মঙ্গলবার,

০১ জুলাই ২০২৫

|

আষাঢ় ১৬ ১৪৩২

XFilesBd

ব্রেকিং

২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থ-উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মোট বাজেট -৭,৯০,০০০ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা-৫,৬৪,০০০ কোটি টাকা বাজেট ঘাটতি -২,২৬,০০০ কোটি টাকা (জিডিপির ৩.৬%) জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা-৫

দুষ্টু কোকিল কনার ডিভোর্স। স্বামীকে সইলো না নামি শিল্পীর। ফেসবুকে বললেন, ভালো আছি। চাইলেন দোয়া

টুটুল মাহফুজ

প্রকাশিত: ০৩:৩৯, ২৬ জুন ২০২৫

আপডেট: ০৩:৪৩, ২৬ জুন ২০২৫

দুষ্টু কোকিল কনার ডিভোর্স। স্বামীকে সইলো না নামি শিল্পীর। ফেসবুকে বললেন, ভালো আছি। চাইলেন দোয়া

ভেঙে গেলোদুষ্টু কোকিলশিল্পী কনার সংসার। দীর্ঘ ছয় বছরের বৈবাহিক জীবনের ইতি টানলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। স্বামী গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে গত ১৬ জুন আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ সম্পন্ন করেছেন এই শিল্পী।

২০১৯ সালে চুপিসারে বিয়ে করেছিলেন কনারা। দাম্পত্যের বছর হওয়ার আগেই চুপিসারে ভেঙে গেলো ভালোবেসে বাঁধা সংসার। বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে বুধবার (২৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন কনা। সেখানে তিনি লেখেন, ‘জন্ম, মৃত্যু, বিয়ে, সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যে কোনো বিচ্ছেদও হয় তারই ইশারায়। আমি এবং গহিন দীর্ঘ ছয় বছরের সংসার জীবনের পর আমাদের পথ আলাদা করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। এটি একান্তভাবেই আমাদের পারস্পরিক বোঝাপড়ার ফল।

তিনি আরও লেখেন, ‘আমরা একে অপরের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকবো। জীবনের নতুন অধ্যায়ে যেন শান্তি সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি এটাই প্রত্যাশা।দাম্পত্যের জটিলতা পেরিয়ে গানে মনোযোগী হতে চান দাবি করে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি আমার গানের কাজেই মনোনিবেশ করতে চাই, যেটি আমাকে এই পর্যন্ত এনেছে। আপনাদের ভালোবাসা সমর্থনের জন্য আমি চিরকৃতজ্ঞ।

উল্লেখ্য, দিলশাদ নাহার কনা গহিনের বিয়ে হয়েছিল ২০১৯ সালের ২১ এপ্রিল। অনেকটা ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত সেই বিয়েতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য কাছের কিছু মানুষ।