বৃহস্পতিবার,

১৫ জানুয়ারি ২০২৬

|

মাঘ ২ ১৪৩২

XFilesBd

কবি ওবায়েদ আকাশ পেলেন ২০২৬ সালের কবি রফিক আজাদ স্মৃতি পুরস্কার

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ১৭:০৩, ১৫ জানুয়ারি ২০২৬

কবি ওবায়েদ আকাশ পেলেন ২০২৬ সালের কবি রফিক আজাদ স্মৃতি পুরস্কার

সমসাময়িক বাংলা কবিতার ব্যতিক্রমী ও গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর, দৈনিক সংবাদের সাহিত্য সম্পাদক ও লিটল ম্যাগাজিন ‘শালুক’ সম্পাদক কবি ওবায়েদ আকাশ পেলেন ২০২৬ সালের কবি রফিক আজাদ স্মৃতি পুরস্কার। কবিতা ও সম্পাদনায় দীর্ঘদিনের ধারাবাহিক সাধনা, ভাষার শক্তিশালী প্রকাশভঙ্গি এবং সময়-সচেতন সাহিত্যচর্চার স্বীকৃতি হিসেবে ১৪ জানুয়ারি বুধবার বিকেলে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে তাঁর হাতে ৫০ হাজার টাকা অর্থমূল্যের বিশেষ এ পুরস্কার তুলে দেয়া হয়। তাঁকে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ, রবীন্দ্র বিশেষজ্ঞ অধ্যাপক সৈয়দ আকরম হোসেন। কবিকে সম্মাননা সনদ তুলে দেন রফিক আজাদ-পত্নী কবি দিলার হাফিজ ও পুত্র অব্যয় আজাদ তুলে দেন পুরস্কারের অর্থমূল্য। বাংলা সাহিত্যের ষাটের দশকের বরেণ্য কবি রফিক আজাদের নামে প্রবর্তিত কবি রফিক আজাদ স্মৃতি পুরস্কার। ওবায়েদ আকাশের  সঙ্গে ২০২৫ সালের জন্য এ পুরস্কার পেয়েছেন কবি ও গবেষক ড. ময়ুখ চৌধুরী। তাঁকেও একইভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। তার দীর্ঘ দিনের কাব্যচর্চা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রফিক আজাদ স্মৃতি পর্ষদের সভাপতি কবি ফারুক মাহমুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি জরিনা আখতার। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন কবি সাকিরা পারভিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন অব্যয় আজাদ।
রফিক আজাদের প্রিয়, রবীন্দ্রনাথের ভক্তিগীতি “সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা’ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয়। অতিথি ও পুরস্কারপ্রাপ্ত কবিদ্বয়কে ফুল দিয়ে ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। অতঃপর পুরস্কার প্রদানের পর কবি রফিক আজাদের কবিতার মূল্যায়ন করে প্রবন্ধ পাঠ করেন বেগম রোকেয়া বিশ^বিদ্যায়ের অধ্যাপক গোলাম রব্বানী।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন কবি রফিক আজাদ তাঁর বন্ধু ও সহপাঠী ছিলেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি রফিক আজাদের উপহার দেওয়া একটি বইয়ের অটোগ্রাফে কী লেখা ছিল সেটি পাঠ করেন ও রফিক আজাদের একটি কবিতা পড়ে শোনান। যে কবিতাটি এ সময়ের উপযোগী পাঠ বলে বিবেচিত হয়। তিনি আরও বলেন, অনেকে জেগে থেকে চুপ থাকেন, আবার অনেকে চুপ থেকেও কথা বলেন। কবি রফিক আজাদ চুপ থেকেও কথা বলছেন। তার কবিতা আজ সর্বত্র পঠিত হচ্ছে। 
পুরস্কারপ্রাপ্ত দুই কবি তাদের অনুভূতি প্রকাশ করেন এবং বিশেষ অতিথি জরিনা আখতার ও সভাপতি ফারুক মাহমুদ কবি রফিক আজাদের সঙ্গে তাদের সম্পর্কের বর্ণনা দিয়ে তাদের বক্তব্য শেষ করেন। অধুনাবাদী চিন্তার লিটল ম্যাগাজিন শালুক-এর পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্ত দুই কবিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শালুকের নির্বাহী সম্পাদক কবি ও নন্দনতাত্ত্বিক মাহফুজ আল-হোসেন। 
কবি রফিক আজাদ স্মৃতি পর্ষদের উপদেষ্টা কবি দিলার হাফিজ অনুষ্ঠান প্রান্তে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি স্মৃতি পর্ষদের ২০১৭ সালে যাত্রা পর্ব থেকে বর্তমান সময় পর্যন্ত কার্যক্রম ব্যাখ্যা করেন এবং কোন কোন ক্ষেত্রে কারা পুরস্কৃত হয়েছেন তাদের নাম উল্লেখ করেন। তিনি বলেন, আমিও হয়তো থাকবো না, তবে এ কার্যক্রম চলবে। তিনি তাঁর দুই পুত্র অভিন্ন ও অব্যয় আজাদের কথা মনে করে বলেন, এরাই আগামী দিনে এ কার্যক্রম অব্যাহত রাখবে।