বৃহস্পতিবার,

১৫ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১ ১৪৩২

XFilesBd

রফিক আজাদ স্মৃতি পুরস্কার পেলেন কবি ওবায়েদ আকাশ ও ময়ূখ চৌধুরী

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ০৪:৩৯, ১৫ জানুয়ারি ২০২৬

রফিক আজাদ স্মৃতি পুরস্কার পেলেন কবি ওবায়েদ আকাশ ও ময়ূখ চৌধুরী

সমসাময়িক বাংলা কবিতার গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর এবং দৈনিক সংবাদের সাহিত্য সম্পাদক কবি ওবায়েদ আকাশ পেলেন রফিক আজাদ স্মৃতি পুরস্কার। কবিতায় দীর্ঘদিনের ধারাবাহিক সাধনা, ভাষার শক্তিশালী প্রকাশভঙ্গি এবং সময়-সচেতন সাহিত্যচর্চার স্বীকৃতি হিসেবে ১৪ জানুয়ারি বুধবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে তাঁর হাতে ৫০ হাজার টাকা অর্থমূল্যের বিশেষ পুরস্কার তুলে দেয়া হয়। উল্লেখ্য, বাংলা সাহিত্যের ষাটের দশকের বরেণ্য কবি রফিক আজাদের নামে প্রবর্তিত কবি রফিক আজাদ স্মৃতি পুরস্কার। ওবায়েদ আকাশের  সঙ্গে এ পুরস্কার পেয়েছেন কবি গবেষক . ময়ুখ চৌধুরী। ২০২৫ সালের জন্য ময়ুখ চৌধুরী এবং ২০২৬ সালের জন্য ওবায়েদ আকাশ পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।

কবি ওবায়েদ আকাশের জন্ম ১৯৭৩ সালের ১৩ জুন, বাংলাদেশের রাজবাড়ী জেলার সুলতানপুর গ্রামে। বর্তমান বাস ঢাকায়। একাডেমিক পড়াশোনা বাংলা ভাষা সাহিত্যে স্নাতকোত্তর। তাঁর ধ্যানজ্ঞানে সর্বক্ষণ কবিতা। পর্যন্ত তাঁর মৌলিক কাব্যগ্রন্থ ৩০টি। প্রবন্ধ, গল্প, সম্পাদনা, অনুবাদ মিলিয়ে মোট গ্রন্থসংখ্যা ৫০। তাঁর প্রথম কাব্যগ্রন্থপতন গুঞ্জনে ভাসে খর¯্রােতা চাঁদপ্রকাশিত হয় ২০০১ সালে। তিনি পেশা হিসেবে বেছে নিয়েছেন সাংবাদিকতাকে। তাঁর সাংবাদিকতার বয়স তিন দশকের বেশি। বর্তমানে দেশের ঐতিহ্যবাহী পত্রিকাসংবাদ’- সাহিত্য-সাংবাদিক হিসেবে কর্মরত আছেন। ১৯৯৯ সাল থেকে দীর্ঘ ২৭ বছর ধরে সম্পাদনা করছেন অধুনাবাদী চিন্তার লিটল ম্যাগাজিনশালুক তারুণ্যপ্রধান পত্রিকাটির পর্যন্ত ২৮টি সংখ্যা প্রকাশিত হয়েছে। যার সর্বশেষ সংখ্যাটি প্রকাশিত হয় ২০২৫ সালের নভেম্বর মাসে। পর্যন্ত তিনি কালি কলম তরুণ কবি পুরস্কার ২০০৮, শিল্পকলা একাডেমি লিটল ম্যাগাজিন পুরস্কার ২০২২ সহ আরও কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেছেন।

কবি ওবায়েদ আকাশ বুধবার রাতে তাঁর ফেসবুকে লিখেছেন-

কবি রফিক আজাদ স্মৃতি পুরস্কার ২০২৬। 

প্রিয় কবির নামে প্রবর্তিত এই সম্মান গ্রহণের আনন্দময় মুহূর্ত।

আনন্দ একই সঙ্গে দুদিক থেকে ঐশ্বর্যময়। একে তো প্রিয় কবির নামে প্রবর্তিত পুরস্কার দ্বিতীয়ত বিশিষ্ট বিক্ষাবিদ রবীন্দ্র বিশেষজ্ঞ শ্রদ্ধেয় প্রিয় সৈয়দ আকরম হোসেনের হাত থেকে পুরস্কারটি গ্রহণ।

আমার দুইপাশে প্রিয় কবি দিলারা হাফিজ জরিনা আখতার।

১৪ জানুয়ারি, ২০২৬। বেঙ্গল শিল্পালয়। ধানমণ্ডি , ঢাকা।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে শেষ অব্দি থাকতে না পেরে কষ্ট অনুভব করেছেন বিশিষ্ট লেখক ও চিকিৎসক মোহিত কামাল। নিজগুণে সমাদৃত সাহিত্যিক ডা. মোহিত কামাল ফেসবুকে লিখেছেন-

কবি রফিক আজাদ স্মৃতি পুরস্কার ২০২৫-২০২৬ পেলেন কবি ময়ুখ চৌধুরী এবং কবি ওবায়েদ আকাশ। সান্ধ্যশ্রমিক হিসেবে সঠিক সময়ে কাজে হাজির হওয়ার জন্য চমৎকার অনুষ্ঠান থেকে বেরিয়ে আসতে হলো। তবে মনটা পড়ে আছে ভেন্যু, বেঙ্গল গ্যালারির ছোট্ট অডিটোরিয়ামে।।

অভিনন্দন পুরস্কারপ্রাপ্তদের। আয়োজকদের প্রতিও কৃতজ্ঞতা, চমৎকার অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য।

১৪.০১.২০২৬

সন্ধ্যা .৪১

উল্লেখ্য, বাংলা কবিতায় নিজস্ব কণ্ঠ স্পষ্ট অবস্থানের কারণে কবি লিটল ম্যাগাজিন শালুক- সম্পাদক কবি ওবায়েদ আকাশ। ওবায়েদ আকাশ পাঠক সমালোচকদের কাছে সুপরিচিত। তাঁর কবিতায় ব্যক্তিগত অনুভূতির পাশাপাশি সমাজবাস্তবতা, প্রতিবাদ, প্রেম অস্তিত্বের প্রশ্ন গভীরভাবে প্রতিফলিত হয়। সম্পাদক কবিএই দুই পরিচয়ের সমন্বয়ে তিনি সমকালীন সাহিত্যধারায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এই পুরস্কার প্রাপ্তিতে কবি ওবায়েদ আকাশ বলেন, রফিক আজাদ ছিলেন তাঁর কবিতাজীবনের এক শক্তিশালী প্রেরণা। তাঁর নামে প্রাপ্ত এই সম্মাননা কবিতাচর্চায় আরও দায়বদ্ধ করে তুলবে।

ওবায়েদ আকাশ তার কবিতা, অনুবাদ গদ্য সাহিত্যের জন্য দেশ-বিদেশের বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন, যা বাংলা সাহিত্যে তার বিশেষ স্থান নির্দেশ করে।  এর আগে 'ঐহিক মৈত্রী সাহিত্য সম্মাননা ২০১৬' সহ বিভিন্ন পুরস্কার সম্মাননা লাভ করেছেন।

উল্লেখযোগ্য পুরস্কার সম্মাননা:

  • কবি রফিক আজাদ স্মৃতি পুরস্কার (২০২৬): কবি রফিক আজাদ স্মৃতি পর্ষদ কর্তৃক প্রদত্ত এই পুরস্কারটি তিনি সম্প্রতি লাভ করেন।
  • ঐহিক মৈত্রী সাহিত্য সম্মাননা (২০১৬): পশ্চিমবঙ্গের 'ঐহিক মৈত্রী' কর্তৃক এই সম্মাননা দেওয়া হয়, যা তার ভিন্ন ধারা নতুন চিন্তার কবিতার জন্য।
  • এইচএসবিসি-কালি কলম তরুণ কবি পুরস্কার (২০০৮): তার 'শীতের প্রকার' কাব্যগ্রন্থের জন্য।
  • কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি গবেষণা কেন্দ্র পুরস্কার (২০০৯):
  • সংহতি লিটারারি সোসাইটি সম্মাননা পদক (২০১২): লন্ডন থেকে প্রাপ্ত।
  • বাংলাদেশ শিল্পকলা একাডেমি লিটল ম্যাগাজিন সম্মাননা (২০২২):