মঙ্গলবার,

৩০ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ১৫ ১৪৩২

XFilesBd

হিমের রাতে ধানমন্ডি আড্ডায় সরব বিশিষ্ট লেখক কবি

প্রকাশিত: ০৪:২৯, ৩০ ডিসেম্বর ২০২৫

হিমের রাতে ধানমন্ডি আড্ডায় সরব বিশিষ্ট লেখক কবি

দিন যাচ্ছে। পাল্টাচ্ছে সাহিত্যের ঢং। আর তা যদি হয় কথাসাহিত্য তাহলে তো কথাই নেই। ধানমন্ডি আড্ডার ১২ তম আসরে গল্পকথায় উঠে এলো সেসবের নূরীনক্ষত্র।

শিরোনাম: অনুগল্প ও ফ্ল্যাশ ফিকশন চর্চাঃ ভিন্নতা ও পাঠকপ্রিয়তা। বিষয়ের ভারিক্কি মাথায় তুলে হালজমানায় আন্তর্দেশীয় লেখকদের সঙ্গে বহির্দেশীয় গল্পের কাঠামোগত শৈলী কিভাবে কমনীয়তা ছড়াচ্ছে তার সাবলীল বার্তা জানান মোজাফফর হোসেন।

নিজের লেখায় ফিকশন ধরে পাল্টা জবাব দেন কবি-সমালোচক ও প্রকাশক সৈকত হাবিব।

পেশায় নামজাদা চিকিৎসক মোহিত কামালের লেখার ভাণ্ডার বিশেষভাবেই বিখ্যাত। তিনি ছিলেন ধানমন্ডি আড্ডার সভাপতি।

অনুষ্ঠানের অধিকর্তা নূর কামরুন নাহার নিজের অফিস সামলে, যানজট উতরে যথাসময়ে পিঠার পিঠে চা নিয়ে হাজির।

কাসুন্দির ঝাঁঝ ততোক্ষণে আভা ছড়িয়েছে হিমের রাতে। একে একে বিশিষ্টজনেরা বহুভাবে অনুগল্পের আখ্যান নিয়ে আলোচনা করেন।

অনন্যা সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি ঝর্ণা রহমান, গুণী লেখক ও গবেষক ড. তপন বাগচী, কবি আনিস রহমান, শামীম আহমেদসহ অন্যরা অংশ নেন মুক্ত আলোচনায়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি রোকেয়া ইসলাম, কবি হালিম খান, সাংবাদিক ও লেখক ড. অখিল পোদ্দার প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিশিষ্ট কবি নাসির আহমেদের জন্মদিন উপলক্ষে সম্মিলিতভাবে কেক কাটা হয়। বিদায়ের আগে ধানমন্ডি আড্ডার এবারের আয়োজক প্রাবন্ধিক ও গল্পকার নূর কামরুন নাহার আপ্যায়িত করেন সুগন্ধি খিচুরিতে।