শনিবার,

২৭ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৩ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬:৩৭, ১৩ মে ২০২১

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু

ছবি: সংগৃহিত

ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের সব ফেরি চালু করা হয়েছে।

বুধবার (১২ মে) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরি চালু করেছে। পণ্য ও যাত্রীবাহী যানবাহন পারাপার করা হচ্ছে।

এদিকে সব ফেরি চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি দেখা গেছে। যাত্রীদের চাপ থাকলেও নির্বিঘ্নে পদ্মা পার হওয়া যাবে বলে মনে করছেন অনেকে। রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার খ্যাত এ রুটটিতে ঈদকে সামনে রেখে প্রতিবছরই ঘরমুখো মানুষের ঢল নামে।  

গত ৭ মে থেকেই ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় ছিল শিমুলিয়া-বাংলাবাজার ঘাটে। তবে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ যাত্রী ও গাড়ির জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হলে গত শনিবার থেকে চরম ভোগান্তি শুরু হয় যাত্রীদের। বুধবার (১২ মে) বিকেলে নৌরুটের সব ফেরি চালু করায় স্বস্তি দেখা দিয়েছে যাত্রীদের মধ্যে। ফলে নির্বিঘ্নেই সন্ধ্যা থেকে পদ্মা পার হতে পারছেন তারা।