সোমবার,

০১ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ১৬ ১৪৩২

XFilesBd

ব্রেকিং

২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থ-উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মোট বাজেট -৭,৯০,০০০ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা-৫,৬৪,০০০ কোটি টাকা বাজেট ঘাটতি -২,২৬,০০০ কোটি টাকা (জিডিপির ৩.৬%) জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা-৫

সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ০২:৩৬, ১ সেপ্টেম্বর ২০২৫

সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ

 ভারতে আটক ১৪ বাংলাদেশি নাগরিককে সাতক্ষীরা সীমান্ত দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

আজ রোববার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। হস্তান্তরকৃতদের মধ্যে ৫ জন নারী, ৫ জন পুরুষ ও ৪ জন শিশু।

হস্তান্তর হওয়া নাগরিকরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বনদীডাঙ্গা গ্রামের আফজাল শেখের পুত্র মো. মিজানুর রহমান শেখ (৩৮), মিজানুর রহমানের স্ত্রী মোসা. শারমিন আক্তার (২৪), মিজানুরের পুত্র শামীম শেখ (৭), কন্যা রুমা শেখ (৪), আফজাল শেখের আরেক পুত্র মো. কবির শেখ (৩৯), কবির শেখের স্ত্রী তফুরা বেগম (৩০), একই থানার সানকিডাঙ্গা গ্রামের মোস্তফা শিকদারের পুত্র মো. নজরুল শিকদার (৫০), নজরুল শিকদারের স্ত্রী কহিনুর বেগম (৪৩), পিরোজপুর জেলার জিয়ানগর থানার চন্ডিপুর গ্রামের হানিফ মৃধার পুত্র মো. আরমান মৃধা (২৫), আরমান মৃধার স্ত্রী হাজেরা আক্তার (২১), পুত্র হাফিজুল (৬), কন্যা আমিনা (৩), একই এলাকার চুন্নু শেখের স্ত্রী মুকুল বেগম (৪১) এবং সাতক্ষীরার আশাশুনি উপজেলার পদ্মবেউলা গ্রামের মোসলেম মোড়লের পুত্র আব্দুল কাদের মোড়ল (৪০)।

সাতক্ষীরা সদর থানায় বিজিবির দায়ের করা সাধারণ ডায়েরির মাধ্যমে জানা যায়, গতকাল শনিবার রাতে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকা অতিক্রম করার সময় বিএসএফ তাদের আটক করে। পরে আজ রোববার সন্ধ্যায় বাংলাদেশ-ভারত সীমান্তের জিরোপয়েন্টে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি ও বিজিবি-৩৩ ব্যাটালিয়নের আওতাধীন তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের পর বিএসএফ তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবির একটি টহলদল রাতেই আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করেন। 

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, হস্তান্তরকৃতদের থানা হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল সকালে নাম-পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।