শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৩ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

কয়েকদিন বন্ধ থাকার পর সীমান্তে আবারও উত্তেজনা

টেকনাফ প্রতিনিধি 

প্রকাশিত: ২৩:৫৬, ৩০ সেপ্টেম্বর ২০২২

কয়েকদিন বন্ধ থাকার পর সীমান্তে আবারও উত্তেজনা

কয়েকদিন বন্ধ থাকার পর মিয়ানমার সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। টেকনাফের হোয়াইক্যং খাড়াংখালী সীমান্তের ওপাশে গোলাগুলি চলছে।

সীমান্ত এলাকায় বসবাসকারীরা জানিয়েছেন, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত থেকে নতুন করে সংঘর্ষ চলছে। মিয়ানমানের ভেতরে ‘দিয়া’ নামক গ্রামে থেকে গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছেন তারা। সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মানুষের হইচই ও কান্নাকাটির শব্দ ভেসে আসছে।

গত দেড় মাসের বেশি সময় ধরে মিয়ানমারের অভ্যন্তরে অস্থিরতা চলছে। আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। নতুন করে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশের সীমান্তের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।