বৃহস্পতিবার,

০২ মে ২০২৪

|

বৈশাখ ১৮ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

সিলেটের চা শ্রমিকরা কাজে ফেরেননি

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০০, ২২ আগস্ট ২০২২

আপডেট: ২৩:১৩, ২২ আগস্ট ২০২২

সিলেটের চা শ্রমিকরা কাজে ফেরেননি

ধর্মঘট প্রত্যাহার হলেও এখনো কাজে ফেরেননি সিলেট ভ্যালির চা শ্রমিকরা। তবে শ্রমিক নেতারা আশা করছেন, আগামীকাল মঙ্গলবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

আজ সোমবার সরেজমিনে দেখা যায়, সকাল থেকে শ্রমিকরা মালনীছড়া চা বাগান পূজা মণ্ডপে জড়ো হচ্ছেন। এখন পর্যন্ত সিলেটের কোথাও কাজে যোগ দেয়ার খবর পাওয়া যায়নি। তবে মৌলভীবাজারে শ্রমিকদের বাগানে ফেরার খবর পাওয়া গেছে।

গতকাল রোববার দিবাগত মধ্যরাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের অফিসে অনুষ্ঠিত বৈঠকে পুরোনো মজুরিতে চা শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। এই খবর সিলেটে পৌঁছলেও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

এদিকে দৈনিক ৩০০ টাকা মজুরির দাবি চা শ্রমিকদের চলমান ধর্মঘট প্রত্যাহার নিয়ে বিভক্তির প্রেক্ষিতে শনিবার ও রোববার রাতে দফায় দফায় সিলেট ভ্যালির শ্রমিক নেতাদের নিয়ে বৈঠকে বসেন জেলা প্রশাসক।

মালনীছড়া চা বাগানের ব্যবস্থাপক মো. আজম আলী জানান, শুনেছি ধর্মঘট প্রত্যাহার হয়েছে। সকাল ১০টা পর্যন্ত কোন শ্রমিক কাজে যোগ দেয়নি।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা বলেন, আমরা কিছুক্ষণের মধ্যে শ্রমিকদের আনুষ্ঠানিক জানানো হবে। আশা করছি সবাই কাজে ফিরে যাবেন।

অন্যদিকে চা শ্রমিক ফেডারেশনের সংগঠক নেতা অজিত রায় জানান, আমরা ৩০০ টাকার জন্য লড়াই করছি। সবাই প্রধানমন্ত্রীর দোহাই দিচ্ছে কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে পরিষ্কার কোন বার্তা আসেনি। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনে চালিয়ে যাব। তবু শ্রমিকরা যদি কাজে চলে যায়, নিজেরা নিজেদের ক্ষতি করবে।

গত ১৩ আগস্ট থেকে ৩০০ টাকা মজুরির দাবিতে সারাদেশে আন্দোলন চালিয়ে যাচ্ছে চা শ্রমিকরা। এখনো সেই আন্দোলন চলমান রয়েছে।