সোমবার,

২৯ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৬ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

খুলনায় ট্রাকের ধাক্কায় এসআই নিহত

  খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৮, ৮ সেপ্টেম্বর ২০২২

খুলনায় ট্রাকের ধাক্কায় এসআই নিহত

খুলনায় দায়িত্ব পালনের সময় ট্রাকের ধাক্কায় খানজাহান আলী থানার এসআই আব্দুল হক (৫৪) নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে খানজাহান আলী থানার সামনের আফিলগেট বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হকের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলায়। তিনি খানজাহান আলী থানায় কর্মরত ছিলেন।

নগরীর খানজাহান আলী থানার ওসি মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, দায়িত্ব পালনের সময় একটি খালি ট্রাক আব্দুল হককে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ১টার দিকে তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। প্রথম জানাজা শেষে আব্দুল হকের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হবে।