বৃহস্পতিবার,

০২ মে ২০২৪

|

বৈশাখ ১৯ ১৪৩১

XFilesBd

শিরোনাম

হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত: ০৫:৪১, ২৪ জানুয়ারি ২০২৪

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ৩

জেলার তারাকান্দা উপজেলায় ময়মনসিংহ-শেরপুর সড়কে  আজ আলুবোঝাই ট্রাক ও চিনিবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। 

সকাল সাড়ে ৭ টায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ দুর্ঘটনা  ঘটে। নিহতরা সকলেই পিকআপ এর যাত্রী। নিহতরা হলেন, হালুয়াঘাট উপজেলার ঘোষবের গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে পিকআপ ড্রাইভার কামরুল ইসলাম (২২)। অপর দু’জন পিকআপ যাত্রী একই উপজেলার সন্ধ্যাকূড়া গ্রামের মৃত উসন আলীর ছেলে আব্দুল কাদির (৪৫) ও আকনপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে মিজানুর রহমান (৪৮)। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আরও জানান, শেরপুর থেকে ঢাকাগামী চিনি বোঝাই একটি পিক আপের সাথে শেরপুরগামী আলু ভর্তি অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থেলই পিকআপ ড্রাইভার কামরুল ইসলাম মারা যান। গুরুতর আহত অপর দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ দু’জনের মৃত্যুর বিষয়টি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম নিশ্চিত করেছেন। 

ওসি আরও জানান, সড়কে যানবাহন চলাচল ও আইন শৃক্সক্ষলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।