শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১২ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

শাবিপ্রবির ১১ শিক্ষার্থী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৯, ২২ জানুয়ারি ২০২২

শাবিপ্রবির ১১ শিক্ষার্থী হাসপাতালে

শাবিপ্রবির ১১ শিক্ষার্থী হাসপাতালে(ছবি:সংগৃহীত)

উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনে বসার ৪৬ ঘণ্টা পেরিয়ে গেলেও অনশন ভাঙেননি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী এরই মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অনশনরত ১১ শিক্ষার্থী

শুক্রবার (২১ জানুয়ারি) সকাল থেকে পর্যন্ত মোট ১১ জন শিক্ষার্থীকে নগরীর এম জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজে এবং মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়

শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়ার জন্য অনশনস্থলে প্রস্তুত রয়েছে অ্যাম্বুলেন্সও। কিছুক্ষণ পর পর থেমে থেমে বাজছে অ্যাম্বুলেন্সের সাইরেন। একজন একজন করে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। অনশনরতদের মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত সকলেই অসুস্থ হয়ে পড়েছেন

অনশনরত এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব। এতে যদি আমাদের মৃত্যুও হয় তাহলেও আমরা স্থান থেকে সরব না

অনশনরত শিক্ষার্থীদের অবস্থা পর্যবেক্ষণ করে মেডিক্যাল টিমের সদস্য মো. নাজমুল হাসান বলেন, এখানে অনশনরত শিক্ষার্থীদের অবস্থা ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। এদের অনেক শিক্ষার্থীর অবস্থা গুরুতর। তবে সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে বলে আশংকা করছি। সবাই পানি স্বল্পতায় ভুগছে। তিনি বলেন, এখানে যাদের অবস্থা খারাপের দিকে যাচ্ছে তাদের জন্য স্যালাইনসহ ঔষধের ব্যবস্থা করা হচ্ছে। আর যদি কোনো জরুরি অবস্থার সৃষ্টি হয় তাহলে তাদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে এবং ওসমানী মেডিক্যাল কলেজে বেডের ব্যবস্থা রাখা হচ্ছে। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকাল টায় সিলেট এম জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সদস্যের একটি মেডিক্যাল টিম এসে শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা প্রদান করছেন