শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১২ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

রাজশাহীর পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৩ 

 রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত: ২৩:৩২, ১১ সেপ্টেম্বর ২০২২

রাজশাহীর পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৩ 

রাজশাহীর তালাইমারী সাতবাড়িয়া এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকার বেশ কয়েকজন যাত্রী সাতরে উঠে আসতে পারলেও এখন পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছেন। রাজশাহী ফায়ারসার্ভিস কর্মীরা উদ্ধার কাজ করছেন। 

ফায়ারসার্ভিস রাজশাহীর সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়েই ফায়ারসার্ভিস কর্মীরা গিয়ে উদ্ধার কাজ শুরু করে। সিনিয়র অফিসাররাও ঘটনাস্থলে রয়েছেন।

স্থানীয়রা জানান, রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে, একটি নৌকায় ২৭/২৮ জন যাত্রী শহরের দিক থেকে চরে যাচ্ছিলেন। নদীতে তখন বেশ স্রোত ছিল। হঠাৎ নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়। এ সময় ২৪/২৫ জন সাতরে উঠে আসতে পারলেও তিনজনকে পাওয়া যাচ্ছে না। এরা হলে, মো. নবী, মো. সাদেক ও মো. নাজু। এদের সবার বাড়িই নগরীর মতিহার এলাকায়। 

এদিকে, ওই এলাকাতেই সকাল সাড়ে ৯টার দিকে আরেকটি নৌকা ডুবে যাবার ঘটনা ঘটেছে। তবে এতে কয়জন যাত্রী ছিল এখনো নিশ্চিত হওয়া যায়নি।