
শেন কেইথ ওয়ার্ন ভিক্টোরিয়ার ফার্নট্রি গুল্লি এলাকায় জন্ম ১৩ সেপ্টেম্বর ১৯৬৯ সালে। সম্ভবত ভিক্টোরিয়ার ফার্নট্রি গুল্লি এলাকায় তিনি একমাত্র ক্রিকেটার, যিনি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রেলিয়া জাতীয় দলের অধিনায়কত্ব করেছিলেন। তাকে ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা লেগ স্পিনার বিবেচনা করা হয়ে থাকে। কিন্তু ক্রিকেটের ২২ গাঁজে হার না মানা এই কিংবদন্তি, অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়ে ২০২২-এর ৪ মার্চ থাইল্যান্ডে মৃত্যুবরণ করেন তিনি। নিজের মৃত্যুর কয়েক ঘন্টা আগে একটি টুইট বার্তায় শ্রদ্ধা জানিয়েছিলেন আর এক অস্ট্রেলিয়ান ক্রিকেটার রড মার্শকে। একই দিন শেন ওয়ার্নের মৃত্যুর কয়েক ঘন্টা আগে মারা যান তিনি। হয়তো শেন ওয়ার্ন নিজেও জানতেন না,সে অন্য আর একটা টিমের সদস্য হতে চলেছে। মাত্র ৫২ বছর বয়সে পৃথিবী থেকে অবসরে যান এই স্পিন জাদুকর।
এই কিংবদন্তির মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে ক্রীড়াঙ্গনে। দেশ-বিদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীরভাবে শোকাহত হয়ে পড়ে। এছাড়াও অস্ট্রেলিয়ান সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট, জেসন গিলেস্পি, ম্যাথু হেইডেন, অ্যান্ড্রু সাইমন্ডস, ব্রেট লি, ড্যারেন লেহম্যান, গ্লেন ম্যাকগ্রা, টম মুডি, রিকি পন্টিং, শেন ওয়াটসনসহ সর্বস্তরের জনসাধারণ। তার মৃত্যুতে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয় ১৯৯২ সালের ২রা জানুয়ারি। টেস্ট ক্রিকেটে ১৪৫ টি টেস্ট ম্যাচের ২৭৩ টি ইনিংসে তিনি ৭০৮টি উইকেট নিয়েছেন। এছাড়াও, লোয়ার অর্ডারে ১৯৯ ইনিংসে ব্যাট করে তুলেছেন ১২ টি হাফ সেঞ্চুরি। তার ইনিংস সেরা বোলিং ফিগার ছিলো ৮/৭১। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ ৯৯ রান করেন। ৩ ডিসেম্বর, ২০০৭ সালে মুরালিধরন তাকে টপকাবার আগ পর্যন্ত তিনিই ছিলেন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি। টেস্টের পাশাপাশি ওয়ানডেতে অস্ট্রেলিয়ার হয়ে ২৯৩ টি উইকেট নেন তিনি। তার অসাধারণ পারফরমেন্সে অস্ট্রেলিয়া ১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপ জিতে, যেখানে তিনি সেমিফাইনাল ও ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ১৯৯৬ বিশ্বকাপের রানার্সআপ দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে তিনি শেষ টেস্ট ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।
এছাড়াও ১৯৯৩ সালে মাইক গ্যাটিংকে আউট করা তার বলটিকে গত শতাব্দীর সেরা বল বলা হয়। এরপর ১৯৯৪ সালে উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক-এ বর্ষসেরা উইজডেন ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন শেন ওয়ার্নে এবং ২০০০ সালে শতাব্দীর সেরা অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরে ওয়ার্ন আইপিএল ও বিগ ব্যাশে টি ২০ লীগ খেলা চালিয়ে যান। তার অভিজ্ঞ নেতৃত্বেই রাজস্থান রয়েলস প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হয়, যেখানে তার অধিনায়কত্ব প্রশংসিত হয়েছিল। বিগ ব্যাশে তিনি মেলবোর্ন স্টার্সের অধিনায়ক ছিলেন। ২০১৩ সালে তিনি বিগ ব্যাশ খেলে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন। ওপারে হয়তো ভালোই আছেন সর্বকালের সেরা এই স্পিন জাদুকর। তার যাদুতে হয়তো মাতবেন অন্য কোন জগত বা গ্রহ।