বুধবার,

১৬ জুলাই ২০২৫

|

আষাঢ় ৩১ ১৪৩২

XFilesBd

ব্রেকিং

২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থ-উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মোট বাজেট -৭,৯০,০০০ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা-৫,৬৪,০০০ কোটি টাকা বাজেট ঘাটতি -২,২৬,০০০ কোটি টাকা (জিডিপির ৩.৬%) জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা-৫

পুলিশের অভিযানে জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ আটক ৩২৩ জন

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ১৮:২৭, ২৪ এপ্রিল ২০২৫

পুলিশের অভিযানে জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ আটক ৩২৩ জন

দেশের মৎস্য সম্পদ রক্ষা  ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ০৭ (সাত) দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট  ২,৯৬,২১,৪৭৫ (২ কোটি ৯৬ লক্ষ ২১ হাজার ৪৭৫) মিটার অবৈধ জাল, ৯,১৪৯ ( নয় হাজার একশত ঊনপঞ্চাশ ) কেজি মাছ, ২০,০০০ (বিশ হাজার ) পিস গলদা চিংড়ী, ২০০ (দুইশত) কেজি জেলীযুক্ত চিংড়ী মাছ জব্দ করা হয় এবং নদী থেকে ১৮১ ( একশত একাশি )টি ঝোপঝাড় ধ্বংস করা হয়। 

নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ১১৫ (একশত পনেরো)টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ২ (দুই)টি ড্রেজার জব্দ করা হয়। 

গত এই অভিযানে ৩২৩ জন আসামী গ্রেফতার করা হয় এবং ৪৫(পঁয়তাল্লিশ)টি মৎস্য, ৮(আট)টি বেপরোয়া, ১(এক)টি চোরাইমাল, ১(এক)টি বালুমহাল, ১(এক)টি ডাকাতি, ১(এক)টি অন্যান্য ধারা, ৬(ছয়)টি অপমৃত্যু, ২(দুই)টি মাদক এবং ২(দুই)টি চাঁদাবাজি মামলাসহ মোট ৬৭ (সাতষট্টি)টি মামলা দায়ের করা হয় এবং ১২(বার)টি মৃতদেহ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।