শনিবার,

০৭ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২২ ১৪৩১

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের ইউনিট-১ এর ১ম ব্যাচের পারমাণবিক জ্বালানি নিরাপদে রূপপুরে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৬, ৩০ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের ইউনিট-১ এর ১ম ব্যাচের পারমাণবিক জ্বালানি নিরাপদে রূপপুরে পৌঁছেছে

 নিশ্চিদ্র নিরাপত্তা ও কঠোর প্রটোকলের মধ্য দিয়ে পারমাণবিক জ্বালানী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে আজ শুক্রবার (২৯-০৯-২০২৩) ভোর ৫ টায় সশস্ত্র বাহিনী বিভাগ এর নির্দেশনায়, বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বাংলাদেশ সেনাবাহিনীর Nuclear Security and Physical Protection System Cell (NSPC) এর প্রধান সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল ইরফানুল ইসলাম খান, পিএসসি এর সার্বিক তত্ত্বাবধানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রথম ব্যাচের জ্বালানী আনুমানিক দুপুর ১টা ১৫ মিনিটে পাবনার রূপপুরে পৌঁছায়।

এই কনভয়ের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবহিনীর পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, র‍্যাপিড একশন ব্যাটালিয়নসহ অন্যান্য সকল গোয়েন্দা সংস্থার সদস্যগণ এতে অংশগ্রহণ করে। উক্ত পারমাণবিক জ্বালানি বাংলাদেশে আগমনের ফলে ইতোমধ্যে বাংলাদেশ বিশ্বের ৬২তম দেশ হিসেবে ‘নিউক্লিয়ার ক্লাব’ (Nuclear Club) এ অন্তর্ভুক্ত হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি ১ম ব্যাচ এর পারমাণবিক জ্বালানী নিরাপদ পরিবহনে বাংলাদেশ সেনাবাহিনীর সামগ্রিক অংশগ্রহণ বাংলাদেশকে বিশ্বের বুকে নতুনরূপে তুলে ধরার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন খাতে এক অন্যান্য বিপ্লবের অধ্যায় উম্মোচনে অগ্রণী ভুমিকা পালন করছে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশান ফেডারেশন হতে আমদানিকৃত ১ম ব্যাচ এর পারমাণবিক জ্বালানি গতকাল ২৮ সেপ্টেম্বর ২০২৩ বিকেল ২.৩০ মিনিটে বিশেষ বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পারমাণবিক জ্বালানীর আগমন উপলক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গসহ বিভিন্ন সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাগণ বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

উক্ত পারমাণবিক জ্বালানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় নিরাপদ পরিবহনের লক্ষ্যে বিমানবন্দরে অবতরণের পূর্বেই বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে গতকাল বাংলাদেশ সিভিল এভিয়েশন একাডেমী ভবণে স্থাপিত নিয়ন্ত্রণ কেন্দ্রে  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যদের সমন্বয়ে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।