শুক্রবার,

০৯ মে ২০২৫

|

বৈশাখ ২৫ ১৪৩২

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

বিমানবন্দরে সাড়ে চার কোটি টাকা মূল্যের স্বর্ণসহ যাত্রী আটক

প্রকাশিত: ০১:৪৫, ৮ ডিসেম্বর ২০২৩

বিমানবন্দরে সাড়ে চার কোটি টাকা মূল্যের স্বর্ণসহ যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে চার কোটি টাকা মূল্যের পাঁচ কেজি ৬৮৪ গ্রাম ওজনের স্বর্ণ জব্ধ করা হয়েছে। এ ঘটনায় ইউএস বাংলা এয়ারলাইন্সের এক যাত্রীকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইউএস-বাংলার (বিএস ৩৪২) ফ্লাইটে অভিযান চালিয়ে এই স্বর্ণের চালান জব্ধ করে শুল্ক গোয়েন্দা বিভাগ।

এয়ারলাইন্স বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে সন্দেহভাজন যাত্রী মোঃ ফজলে রাব্বীকে চিহ্নিত করে তাকে জিজ্ঞাসাবাদ করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। তার দেয়া তথ্য মতে বিমানের আসন নং-৩২এফ ও ৩১এফ’র নীচে রক্ষিত লাইফ ভেস্টের ভেতর থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি বান্ডেল উদ্ধার করেন গোয়েন্দারা।

উদ্ধারকৃত উক্ত দুটি বান্ডেল গ্রীন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে তাতে ৪৮ পিস স্বর্ণবার পাওয়া যায় এবং যাত্রীর কাছে আরও ১টি স্বর্ণবার পাওয়া যায়।  উদ্ধারকৃত ৪৯টি স্বর্ণের বারের মোট ওজন ৫ কেজি ৬৮৪ গ্রাম। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৪১ লাখ টাকা।  আটককৃত স্বর্ণবারগুলো কাস্টম হাউসের শুল্ক গুদামে জমা প্রদানের কার্যক্রম এবং বিমানবন্দর থানায় ফৌজদারী মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্ট সি শিফটের কর্মকর্তা-কর্মচারীদের তৎপরতায়  এই বৃহৎ স্বর্ণ চোরাচালানটি রোধ করা সম্ভব হয়েছে।