শুক্রবার,

১৩ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ২৮ ১৪৩১

XFilesBd

শিরোনাম

উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

তিস্তার পানি কমতে শুরু করেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭:৩৫, ১ জুলাই ২০২৩

তিস্তার পানি কমতে শুরু করেছে

 জেলায় উজানের ঢলে বিপদসীমা ছুঁইছুঁই করার পর কমতে শুরু করেছে তিস্তা নদীর পানি। 

 আজ শুক্রবার সকাল নয়টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। বেলা তিনটায় সেখানে পানি কমে ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। ওই পয়েন্টে নদীর পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার ।

 ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সর্তকীকরণ কেন্দ্র সূত্র জানায়, উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে গত বৃহস্পতিবার রাত থেকে তিস্তার পানি বৃদ্ধি পেতে শুরু করে। আজ সকাল নয়টায় বিপৎসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়ে বেলা ১২টায় ১০ সেন্টিমিটার এবং বেলা তিনটায় ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

 জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন,‘সকালে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আমার ইউনিয়নের নিম্নাঞ্চল ঝাড়সিংহেশ্বর ও পূর্বছাতনাই গ্রামের মানুষ আতঙ্কের মধ্যে পড়ে। পানি কমার সঙ্গে আতঙ্ক কেটে যায়’।

 ডালিয়া পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, ‘উজানে ভারী বর্ষণে নদীর পানি বৃদ্ধি পায়। এরপর পানি কমতে শুরু করলে বিকেল তিনটার দিকে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সবকটি (৪৪) গেট খুলে রাখা হয়েছে।’