শনিবার,

২৭ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৩ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত বৃষ্টির লাশ খোকসায় দাফন

 রঞ্জন ভৌমিক

প্রকাশিত: ০৮:১৭, ১২ মার্চ ২০২৪

বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত বৃষ্টির লাশ খোকসায় দাফন

চাচা ফারুক শেখের কবরের পাশে  চিরনিদ্রায় শায়িত হবে বেইলি রোডে অগ্নি কাণ্ডে নিহত বৃষ্টি খাতুনের লাশ।
রাত সাড়ে আটটার সময় বৃষ্টি খাতুন মরদেহ গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বনগ্রাম পশ্চিমপাড়ায় পৌঁছালে গ্রামের মানুষ ও আত্মীয়স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। 


ঢাকা থেকে লাশ নিয়ে বাবা এবং মা গ্রামের বাড়িতে পৌঁছালে মৃত বৃষ্টি খাতুনের আত্মীয়স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। 

পরে বাড়ির পাশেই পারিবারিক কবরস্থানে বড় চাচা ফারুক শেখের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয়। উল্লেখ্য গত ২৯ শে ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত অভিশ্রুতি শাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুন মৃত্যু বরণ করে। পরিচয় জটিলতার কারণে দীর্ঘ ১১ দিন পর আদালতের মাধ্যমে সোমবার সকালে বাবা সবুজ হোসেনের কাছে হাসপাতাল মর্গ কর্তৃপক্ষ বৃষ্টি খাতুনের লাশ হস্তান্তর করেন।