সোমবার,

০৬ মে ২০২৪

|

বৈশাখ ২৩ ১৪৩১

XFilesBd

শিরোনাম

হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

২৮ ঘণ্টা পর শাবিপ্রবি ভিসির বাসভবনে বিদ্যুৎ সংযোগ চালু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৩, ২৫ জানুয়ারি ২০২২

২৮ ঘণ্টা পর শাবিপ্রবি ভিসির বাসভবনে বিদ্যুৎ সংযোগ চালু

(ছবি:সংগৃহীত)

শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের বাসভবনে পুনরায় বিদ্যুৎ সংযোগ সচল করে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা

বাসভবন প্রায় ২৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকার পর মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে পুনরায় সংযোগ ফিরে পায়

এর আগে গেল রবিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনের অংশ হিসেবে বিদ্যুৎ পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন আন্দোলনকারীরা

আন্দোলনরত শিক্ষার্থী উমর ফারুক বলেছেন, উপাচার্যের বাসভবনে বিদ্যুতের যে লাইনটি গিয়েছে, সেই একই লাইন থেকে বিশ্ববিদ্যালয়ের ৩০/৩৫ জন কর্মচারীর বাসায়ও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। উপাচার্য ভবনের সংযোগ বিচ্ছিন্ন করায় ওই কর্মচারীরাও বিদ্যুতহীন হয়ে পড়েছিলেন। বাসায় রোগীরা সমস্যায় পড়েছেন জানিয়ে কর্মচারীরা আমাদের কাছে বিদ্যুৎ সংযোগ সচল করে দেওয়ার অনুরোধ করেন। তাদের অনুরোধে আজ রাতে বিদ্যুৎ সংযোগ সচল করে দিয়েছি

দিকে সোমবার (২৪ জানুয়ারি) উপাচার্যের বাসভবনে শিক্ষকরা খাবার নিয়ে প্রবেশ করতে গেলে আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন। শিক্ষার্থীরা জানিয়েছেন, পুলিশ ছাড়া বাহির থেকে কেউ বাসভবনের ভিতরে কিংবা ভিতর থেকে কেউ বাহিরে যেতে পারবে না। খাবারসহ প্রয়োজনীয় সকল কিছু আন্দোলনরত শিক্ষার্থীরাই সরবরাহ করবেন

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) অসদাচরণের অভিযোগে শাবিপ্রবির মেয়েদের একটি হল প্রভোস্টের পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। যদিও গত ১৬ জানুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার পর এই আন্দোলন উপাচার্যের পদত্যাগের দাবিতে রূপ নেয়