শুক্রবার,

১৩ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ২৮ ১৪৩১

XFilesBd

শিরোনাম

উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

অ্যাপেক সম্মেলনে রাশিয়াকে ভালোভাবেই গ্রহণ করবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৬:০৬, ১৪ নভেম্বর ২০২৩

অ্যাপেক সম্মেলনে রাশিয়াকে ভালোভাবেই গ্রহণ করবে যুক্তরাষ্ট্র

সান ফ্রান্সিসকোতে চলতি সপ্তাহে অনুষ্ঠেয় এশিয়া প্যাসিফিক শীর্ষ সম্মেলনে রাশিয়াকে পূর্ণ অংশগ্রহণকারী দেশ হিসেবে গ্রহণ করবে যুক্তরাষ্ট্র। যদিও ইউক্রেনে আগ্রাসনের কারনে রাশিয়াকে একঘরে করার প্রচেষ্টা চালিয়ে আসছে দেশটি। একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা রোববার এ কথা জানিয়েছেন।

রুশ প্রেসিডেন্ট  দিমির পুতিনের অ্যাপেক শীর্ষ সম্মেলনে যোগ দেয়া অচিন্তনীয় বিষয়। ফলে উপ প্রধানমন্ত্রী অ্যালেক্সি ওভারচুক সম্মেলনে যোগ দিচ্ছেন। অ্যাপেক শীর্ষ সম্মেলনের দায়িত্ব পাওয়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ম্যাট মুরে বলেন, প্রতিনিধি দলের প্রধান হিসেবেই তাকে বিবেচনা করা হবে। তিনি সম্মেলনের সকল ইভেন্টেই অংশ নেয়ার সুযোগ পাবেন।

ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে ওভারচুকের ওপরে। কিন্তু রাশিয়ার অনেক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা থাকলেও ওভারচুক এর বাইরে রয়েছেন।

যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্কে নেই এমন অনেক দেশের নেতাই অ্যাপেক শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন। এর মধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও রয়েছেন। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার সাক্ষাত হওয়ার কথা রয়েছে। পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। চলতি বছর তিনি দক্ষিণ আফ্রিকা  ও ভারতে সম্মেলনে যোগ দেন। যুক্তরাষ্ট্রের চেয়ে এ দু’টি দেশের সাথে রাশিয়ার ভালো বন্ধুত্ব রয়েছে। এছাড়া চীন সফরও করেন পুতিন।

তবে গত মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশ্যে স্পষ্ট করে বলেছে, তারা সানফ্রান্সিসকোতে পুতিনকে স্বাগত জানাবে না। এর জবাবে রাশিয়া বলেছে, প্রত্যেক অ্যাপেক সদস্যের ওপর প্রতিনিধি নির্বাচনের বিষয়টি নির্ভর করছে।