মঙ্গলবার,

০৮ অক্টোবর ২০২৪

|

আশ্বিন ২৩ ১৪৩১

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

শরিফুল লপিএল অভিজ্ঞতা এশিয়া কাপে কাজে লাগাতে চান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৩১, ৩০ জুলাই ২০২৩

শরিফুল লপিএল অভিজ্ঞতা এশিয়া কাপে কাজে লাগাতে চান

শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার অভিজ্ঞতা  আসন্ন এশিয়া কাপে সহায়ক হবে  বিশ্বাস করেন পেসার শরিফুল ইসলাম। একই সাথে আসন্ন আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মঞ্চও হবে এশিয়া কাপ। 
    
শ্রীলংকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এলপিএল। এই আসর দিয়ে প্রথমবারের মত বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন শরিফুল। আসন্ন এশিয়া কাপে যৌথ আয়োজক হিসেবে থাকছে লংকানরা।

আজ ফ্লাইটে উঠার আগে শরিফুল বলেন, ‘যে কোনো প্রথমই সবার জন্য রোমাঞ্চকর। আমিও এর ব্যতিক্রম নই। আমি আমার প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পেরে সত্যিই উচ্ছ্বসিত এবং কোন সন্দেহ নেই এটিকে আমার জন্য স্মরণীয় করে রাখতে চাই।’

এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখা শরিফুল।
তিনি আরও বলেন, ‘আমরা ক্যান্ডিতে এশিয়া কাপের একটি ম্যাচ খেলবো। আমি আশা করি শ্রীলংকান লিগে খেলার সুযোগ আমাকে উপকৃত করবে । শ্রীলংকার কন্ডিশন এবং উইকেট সর্ম্পকে পরিস্কার ধারনা পাবো।’

মাঠে সবসময় আক্রমণাত্মক থাকলেও ব্যক্তিগত জীবনে শান্ত মেজাজের শরিফুল জানান, এলপিএলে ম্যাচ খেলার সুযোগ পেলে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করবেন।

তিনি বলেন, ‘যখনই সুযোগ আসবে, আমার সেরাটা দেয়ার চেষ্টা করবো। বেশিরভাগ ক্রিকেটারই অভিজ্ঞতা বাড়াতে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে থাকে। বিশে^র দুর্দান্ত ক্রিকেটারের সাথে ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ হয়েছে। আমার চিন্তাগুলো শেয়ার করার চেষ্টা করবো এবং সেখানকার দুর্দান্ত ক্রিকেটারদের কাছ থেকে শেখার চেষ্টা করবো।’

এলপিএল খেলার জন্য ইতোমধ্যে দেশ ছেড়েছেন অনূর্ধ্ব-১৯ দলে শরিফুলের সতীর্থ তাওহিদ হৃদয়।
বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে খেলবেন হৃদয়। গল টাইটানসের হয়ে এলপিএলে খেলবেন বাংলাদেশের অন্য দুই ক্রিকেটার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান এবং জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ মিঠুন।

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে দলে নিতে আগ্রহী ছিলো এলপিএলের ফ্র্যাঞ্চাইজি ডাম্বুলা আউরা। কিন্তু এশিয়া কাপ ও বিশ^কাপের মত বড় দু’টি টুর্নামেন্টের আগে কাজের চাপ বিবেচনায় তাসকিনকে ছাড়পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।