বৃহস্পতিবার,

৩১ জুলাই ২০২৫

|

শ্রাবণ ১৫ ১৪৩২

XFilesBd

ব্রেকিং

২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থ-উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মোট বাজেট -৭,৯০,০০০ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা-৫,৬৪,০০০ কোটি টাকা বাজেট ঘাটতি -২,২৬,০০০ কোটি টাকা (জিডিপির ৩.৬%) জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা-৫

সাম্প্রতিক দুর্ঘটনায় নিহতদের সমাধীতে বিমানবাহিনীর শ্রদ্ধাজ্ঞাপন

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ০২:২০, ২৯ জুলাই ২০২৫

সাম্প্রতিক দুর্ঘটনায় নিহতদের সমাধীতে বিমানবাহিনীর শ্রদ্ধাজ্ঞাপন

 বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের নির্দেশে বিমানবাহিনীর প্রতিনিধি দল আজ সোমবার সাম্প্রতিক দুর্ঘটনায় নিহত গাজীপুরের কোমলমতি শিক্ষার্থী আব্দুল মুবাশ্বির মাকিন, সায়মা আক্তার, আফসানা আক্তার প্রিয়া, টাঙ্গাইলের মেহনাজ আফরিন হুমায়রা, তানভীর আহমেদ, রাঙ্গামাটির উক্যছাইং মারমা এরিকশন এবং ভোলার মাসুমা বেগমের (মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সহায়ক) সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছে।

বিমানবাহিনীর প্রতিনিধি দল মরহুম ও মরহুমাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও, বিমানবাহিনীর পৃথক একটি প্রতিনিধি দল নিহত কোমলমতি শিক্ষার্থী আব্দুল্লাহ শামীম ও অভিভাবক লামিয়া আক্তার সোনিয়ার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে, শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে। 

প্রতিনিধি দলসমূহ শোকাহত পরিবারগুলোর যেকোনো প্রয়োজনে সর্বদা পাশে থাকার এবং বাংলাদেশ বিমানবাহিনীর পক্ষ থেকে নিহতদের পরিবারগুলোকে যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।

বাংলাদেশ বিমানবাহিনী সবসময়ই দেশের জনগণের পাশে রয়েছে এবং সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।