শনিবার,

১৩ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৮ ১৪৩২

XFilesBd

কক্সবাজারে বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের ৫ সদস্য আটক

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ২২:১৮, ১২ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারে বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের ৫ সদস্য আটক

বিশেষ অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে মানবপাচারকারী চক্রের সক্রিয় পাঁচ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । 

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন- সৈয়দ আলম (২৯), মো. আব্দুল্লাহ (২২), মো. রিদুয়ান হোসেন (২০), মো. নুরুল আফসার (২০) এবং মো. আব্দুল হাকিম (৪০)। সবাই টেকনাফ উপজেলার দক্ষিণ লম্বরিপাড়ার বাসিন্দা।

লে. কর্নেল আশিকুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে গভীর সাগর দিয়ে মেরিন ড্রাইভ ও আশপাশের এলাকায় কয়েকটি সংঘবদ্ধ চক্র মানবপাচার, মাদক ও চোরাচালান কার্যক্রম চালাচ্ছে। মানবপাচারের দৌরাত্ম্য হঠাৎ করে বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। জনমনে স্বস্তি ফেরাতে বিশেষ অভিযান চালানো হচ্ছে।

তিনি বলেন, অভিযানে পাচারকারী দলের পাঁচ সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে এবং মিয়ানমার থেকে বিপুল সংখ্যক মানুষের পাচারের প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পাচার চক্রের কাঠামো, সদস্য এবং কার্যক্রম সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

লে. কর্নেল আশিকুর রহমান আরও জানান, চলতি বছরের ১১ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের মোট ৪৭ জনকে আটক করা হয়েছে এবং ২১ জন আসামি এখনও পলাতক রয়েছে। চক্রের মূলহোতা ও বাকি সদস্যদের গ্রেফতারে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।