
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজশাহীর শাহ মখদুম কলেজের উদ্যোগে আলোচনাসভা ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
"মহানবী হযরত মুহাম্মদ (স)-এর জীবন ও কর্ম" শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে
বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ এস এম রেজাউল ইসলাম, ইসলামী ইতিহাসের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ গ্রহণ করেন উপাধ্যক্ষ মোঃ সাদিকুল ইসলাম এবং মনোবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক সুলতান মাহমুদ রেজা। শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ দোয়া মাহফিলে অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম।