শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১২ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

বন্ধ হয়ে গেল ইংরেজি দৈনিক ‘দ্য ইনডিপেনডেন্ট’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৬, ৩১ জানুয়ারি ২০২২

বন্ধ হয়ে গেল ইংরেজি দৈনিক ‘দ্য ইনডিপেনডেন্ট’

(ছবি:সংগৃহীত)

স্থায়ীভাবে বন্ধ হয়ে গেল ইংরেজি দৈনিক পত্রিকা দ্য ইনডিপেনডেন্ট করোনা সঙ্কটের প্রথম দিকে অর্থাৎ প্রায় দুই বছর আগে পত্রিকাটির মুদ্রণ সংস্করণ বন্ধ করা হয় এরপর কেবল অনলাইন সংস্করণ চলছিল রবিবার (৩০ জানুয়ারি) সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে

রবিবার পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষের উপস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে মালিকপক্ষ

বিষয়ে পত্রিকাটির নির্বাহী সম্পাদক শামীম জাহেদী বলেন, আজ থেকে স্থায়ীভাবে ইনডিপেনডেন্ট পত্রিকা বন্ধ করা হলো। এটা আমাদের মালিকপক্ষের সিদ্ধান্ত। আমাদের প্রধান সম্পাদক এম শামসুর রহমান আজ বৈঠক করে সবাইকে জানিয়ে দিয়েছেন

তিনি আরও বলেন, আপাতত পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মীদের বলে দেওয়া হয়েছে। সবাই তাদের প্রাপ্য পাওনা পেয়ে যাবেন

উল্লেখ্য, ১৯৯৫ সালের ২৬ মার্চ দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের যাত্রা শুরু করে। করোনা মহামারির কারণে ২০২০ সালের এপ্রিল পত্রিকাটির মুদ্রণ সংস্করণ বন্ধ করা হয়েছিল