
অবগুণ্ঠিত মানুষ
শেষ রাতে সন্নিবিষ্ট টেবিলের কম্পিউটার
উবু হয়ে নির্বাক
বসে থাকে—
মাউসকে জিজ্ঞাসা করতেই
হেসে ওঠে মনিটর
‘সব দেখে ফেলি, জানি অনেক
তোমার যা চেহারা তার চেয়েও প্রতি রাতে পেয়ে যাও ঢের
অযথাই ভুলতে চাও, নতুন মানুষ
চরিত্রগুলো কী এমনই?
সন্ধ্যা পেরুলেই নিজ ভুলে যায় নিজে
সবগুলো ভোর সে উপভোগ করতে জানে না’
মানুষ চরিত্রটাই কি এমন-
রাতে একরূপ তো দিনে
এক দঙ্গল মেকাপের আড়ে
আরেক মানুষ, খুুঁদে রাখে গোরস্থানের বলগা মাটি!
জানি
মনিটর সব দ্যাখে
কথার আওয়াজ শোনে সকল সেল-ফোন
দস্যি দাসানুদাস ডাক না দিতেই, সব বলে দেয়
সবার সবকিছু দ্যাখে সবাই
শোনে —
টেবিলের চৌপায়াগণ
অবগুণ্ঠনের মানুষ ঢুকেছে ডিভাইস অভ্যন্তরে
যেমন, আকাশ দেখছে পৃথিবীকে
সবার সবকিছু জানে
ভেতরে যা মানুষের ফিকির ।
(১৪ জানুয়ারি ২০২৫। পুকুরপাড়, বাংলামোটর)