রোববার,

০৬ জুলাই ২০২৫

|

আষাঢ় ২১ ১৪৩২

XFilesBd

ব্রেকিং

২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থ-উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মোট বাজেট -৭,৯০,০০০ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা-৫,৬৪,০০০ কোটি টাকা বাজেট ঘাটতি -২,২৬,০০০ কোটি টাকা (জিডিপির ৩.৬%) জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা-৫

নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে বিএনপির হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৮, ২০ জুলাই ২০২৩

আপডেট: ১০:০৯, ২০ জুলাই ২০২৩

নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে বিএনপির হামলা

 চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা নির্বাচনী কার্যালয় এবং নৌকা মার্কার পক্ষের প্রচারণার বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে।  

 স্থানীয়রা জানান, বিএনপির পদযাত্রা শেষে বিকেল সাড়ে ৫ টার দিকে নগরীর লালখান বাজারস্থ জমিয়তুল ফালাহ মসজিদের মূল গেটের বিপরীতে মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে দিয়ে বিএনপির নেতাকর্মীরা হেঁটে ফিরে যাচ্ছিলেন। তারা হঠাৎ নির্বাচনী কার্যালয়কে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। বেশ কয়েকজন কার্যালয়ের ভিতরে প্রবেশ করে প্রচারণার কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলে ও চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। এছাড়া কার্যালয়ের সামনে রাখা নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত কয়েকটি গাড়ি ভাংচুর করে। এ সময় উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা সড়কে চলাচলরত কয়েকটি যানবাহন ও পুলিশের গাড়ি ভাংচুর করে। পুলিশ ও যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলের দিকে আসতে থাকলে তারা পালিয়ে যায়।

 এদিকে, হামলা-ভাংচুরের প্রতিবাদে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা লালখান বাজার মোড় থেকে ওয়াসার মোড় পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। তারা হামলাকারীদের বিচার দাবিতে শ্লোগান দিতে থাকে।

 এদিকে, এ হামলার পর লালখানবাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে উত্তেজিত জনতার একাংশ কাজীর দেউড়ি নাসিমন ভবনস্থ বিএনপি কার্যালয়ে হামলা চালায়।