মঙ্গলবার,

১৬ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ৩১ ১৪৩২

XFilesBd

অতিরিক্ত আইজিপি হলেন মনিরুলসহ ৭ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩:৩৭, ২৩ জানুয়ারি ২০২২

অতিরিক্ত আইজিপি হলেন মনিরুলসহ ৭ কর্মকর্তা

(ছবি:সংগৃহীত)

পুলিশের ঊর্ধ্বতন সাত কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি (গ্রেড-) পদে পদোন্নতি দিয়েছে সরকার

শনিবার (২২ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক স্মারকে পদোন্নতির তথ্য জানানো হয়। পদোন্নতিপ্রাপ্তরা ১২তম ১৫তম ব্যাচের কর্মকর্তা

১২তম ব্যাচের পদোন্নতিপ্রাপ্তরা হলেন- পুলিশ সদরদপ্তরের ডিআইজি আবু হাসান মুহম্মদ তারিক, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের প্রধান ডিআইজি . হাসান উল হায়দার

১৫তম ব্যাচের পদোন্নতিপ্রাপ্তরা হলেন- অতিরিক্ত আইজির চলতি দায়িত্বে থাকা পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মো. মনিরুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (বিএমপি) মো. শাহাবুদ্দিন খান, শিল্প পুলিশের প্রধান ডিআইজি মাহবুবুর রহমান ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ