বৃহস্পতিবার,

০২ মে ২০২৪

|

বৈশাখ ১৮ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

ময়মনসিংহে করোনা ও উপসর্গে ৩০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১১, ৬ আগস্ট ২০২১

ময়মনসিংহে করোনা ও উপসর্গে ৩০ জনের মৃত্যু

ছবি: সংগৃহিত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া রোগীদের মধ্যে ১৬ জন করোনা পজিটিভ ছিলেন। ১৪ জন মারা গেছেন উপসর্গে। 

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ৩০ জন মারা গেছেন। এর মধ্যে ১৬ জন করোনা পজিটিভ ছিলেন। ১৪ জন মারা গেছেন উপসর্গে। 

মারা যাওয়া ৩০ জনের মধ্যে নেত্রকোনার ৯ জন রয়েছেন। এই ৯ জনের মধ্যে ৬ জন উপসর্গ নিয়ে ও ৩ জন করোনায় মারা গেছেন।  

ডা. মহিউদ্দিন জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৩০ আসনের বিপরীতে বর্তমানে ৫২৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২৩ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৫১ জন।