সোমবার,

১৩ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২৮ ১৪৩২

XFilesBd

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১৮৩

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ০৪:১২, ৩ নভেম্বর ২০২২

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১৮৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৫ হাজার ৫১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যের সংখ্যা ২৯ হাজার ৪২৪ জন।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা ৩ হাজার ৮০২ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৮১ শতাংশ।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।