শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৬ ১৪৩১

XFilesBd

শিরোনাম

বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৩৯

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ০৪:৩৪, ২৪ অক্টোবর ২০২২

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৩৯

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এসময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৩৯ জন। দৈনিক শনাক্তের হারও নেমে এসেছে ৫ শতাংশের নিচে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৩৪টি নমুনা পরীক্ষা করে ১৩৯ জন রোগী শনাক্ত হয়েছে। তাতে দিনে শনাক্তের হার কমে হয়েছে ৪ দশমিক ৪৪ শতাংশ। আগের দিন এই হার ৫ দশমিক ৪৯ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৪ হাজার ১৪১ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪১৩ জনে।

গত ২৪ ঘণ্টায় ৪৪৪ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৭৭ হাজার ৯১৬ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।