বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১১ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৩৫

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ০৬:২৮, ১৪ নভেম্বর ২০২২

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৩৫

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একইসময়ে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে।পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৮৫ শতাংশ।  রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল দেশে করোনা শনাক্তের হার ছিল ১.২০ শতাংশ এবং শনিবার শনাক্তের হার ছিল ১.৯৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ২৯ জন ঢাকা বিভাগের, ৩ জন চট্টগ্রাম বিভাগের, রাজশাহী বিভাগের ১ জন, ১ জন খুলনা বিভাগের, ১ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪২৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১১৪টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ১৮৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮৩ হাজার ৭৬১ জন।