শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১২ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

ফের হাসপাতালে সৌরভ গাঙ্গুলী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫:৫৪, ২৮ জানুয়ারি ২০২১

ফের হাসপাতালে সৌরভ গাঙ্গুলী

ছবি: সংগৃহিত

 

বুকে ব্যথা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

পশ্চিমবঙ্গের কলকাতার ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। 

পরিবার সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, মঙ্গলবার রাত থেকেই বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। বুধবার দুপুরে ব্যথা বাড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

গত ২ জানুয়ারি ব্যায়াম করার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান সৌরভ। বুকে যন্ত্রণা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

সেই সময় বিসিসিআই সভাপতির হৃদযন্ত্রের (হার্ট) ধমনিতে তিনটি ব্লক ধরা পড়ে। আপাতত বাইপাস সার্জারি করতে হচ্ছে না। ৯০ শতাংশের বেশি ব্লক থাকায় ধমনিতে ইস্টেন্ট বসানো হয়।